টুঙ্গিপাড়া ও ওড়াকান্দি যাবেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেথ হাসিনা
- আপডেট সময় : ০২:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
আগামী ২৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধী ও কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের তীর্থস্থান ঠাকুর বাড়ী যাচ্ছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেথ হাসিনা। ইতিমধ্যে তাদের আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি ও ঠাকুর বাড়ীতে শেষ হয়েছে সকল ধরণের প্রস্তুতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর আসার খবরে খুশি টুঙ্গিপাড়াবাসীসহ মতুয়া ভক্তরা।তাদের আগামনে জেলায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সফরকালে তিনি ২৭ মার্চ গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপশি বৃক্ষ রোপন করবেন। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও টুঙ্গিপাড়া আসার কথা রয়েছেন।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ী পরিদর্শন করবেন। এসময় তিনি শ্রীশ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূঁজা আর্চনা করে ঠাকুর বাড়ীর সদস্য ও অন্য একটি মাঠে মঁতুয়া নেতাদের সাথে মত বিনিময় করবেন। তাদের আগমনে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ও ঠাকুর বাড়ীর বিভিন্ন মন্দির সংস্কার, সৌন্দয্যবর্ধন করার পাশাপশি শেষ হয়েছে সকল প্রস্তুতি। তাদের এ সফরে মতুয়া ভক্তসহ টুঙ্গিপাড়াবাসী আনন্দে মাতোহারা। এ সফরে দুই দেশের আন্তরিকতা বাড়বে বলে মনে করছেন গোপালগঞ্জের মানুষ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীকে বরণ করে নিতে টুঙ্গিপাড়া ও ঠাকুর বাড়ীতে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। ওড়াকান্দিতে পুরুষের পাশাপাশি মহিলারাও উলু ও শংখের ধ্বনির মাধ্যমে বরণ করে নিবে বিশ্বের ক্ষমতাধর এ নেতাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে হেলিপ্যাড তৈরী, সড়ক সংস্কারসহ উন্নয়নমূলক কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন, এলজিইডির এ কর্মকর্তা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে পুরো টুঙ্গিপাড়া ও ঠাকুরবাড়ী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে এমনটিই প্রত্যাশা গোপালগঞ্জবাসীর।