টুঙ্গিপাড়ায় ব্যাটারী চালিত ইজিবাইক ও থ্রি-হুইলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাটারী চালিত ইজিবাইক ও থ্রি-হুইলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ৪ জন।
সকালে পাটগাতী-গোপালগঞ্জ সড়কের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে এ দূর্ঘটনা ঘটে। টুঙ্গিপাড়ায় থানার ওসি এ কে এম সুলতান মাহমুদ জানান, সকালে নিহত মো নুরুজ্জামান ইজিবাইকে করে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকায় যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি নিলফা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি দ্রুতগামী থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসময় আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।