টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের পর্যটকবাহী সব জাহাজের নাবিক বিশেষ প্রশিক্ষণের আওতায়
- আপডেট সময় : ০৯:৫৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের পর্যটকবাহী সব জাহাজের নাবিক, মাস্টার ও ড্রাইভারদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনছে সরকার।হঠাৎ করে, মাঝ সমুদ্রে অগ্নিকান্ড ও ইঞ্জিন বিকলসহ যে কোন ধরনের দুর্ঘটনা রোধে নাবিকদের দক্ষতা বাড়াতে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।
চলন্ত জাহাজটিতে হঠাৎ করেই আগুন লেগে প্রাণ গেছে অনেকের। অথচ, জাহাজে উঠার আগে কেউই জানতেন না-এমন এক ভয়াবহ দুর্ঘটনায় পৃথিবীর মায়া ছেড়ে চিরতরে চলে যেতে হবে তাদের। সম্প্রতি বরগুনায় সংগঠিত জাহাজ দুর্ঘটনার দৃশ্য এটি।
এমন বাস্তবতায় পর্যটন নগরী কক্সবাজারে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে চলাচলরত পর্যটকবাহী জাহাজগুলোর নাবিক, মাস্টার ও ড্রাইভারদের বিশেষ প্রশিক্ষণ দেয়া শুরু করেছে সরকার। এতে খুশি নাবিক, মাস্টার ও ড্রাইভাররা।
সেন্টমার্টিন দ্বীপের জেটি ঘাটে বিলাশবহুল জাহাজ কর্নফুলীর বলরুমে সরকারের নৌ বাণিজ্য দপ্তর ও নৌ পরিবহন মন্ত্রণালয় ব্যতিক্রমী এ কর্মশালার আয়োজন করে।
এদিকে, প্রশিক্ষণের ফলে নাবিকদের আরও বেশি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশী-বিদেশী পর্যটকদের জানমালের নিরাপত্তা রক্ষা করাও সহজ হবে বলে মনে করেন জাহাজ মালিকরা।
টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে হাজারো পর্যটক নিয়ে ছোট বড় ৮টি জাহাজ চলাচল করছে প্রতিদিন।