টেকসই কৃষি পদ্ধতি ও প্রযুক্তি উদ্ধাবনে গবেষকদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ
- আপডেট সময় : ০১:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আবহাওয়া, জলবায়ূ ও মাটি বিবেচনায় রেখে টেকসই কৃষি পদ্ধতি ও প্রযুক্তি উদ্ধাবনে গবেষকদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বাড়তি জনসংখ্যার খাদ্য নিশ্চয়তা ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনে গবেষণা ক্ষেত্রে আরো গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত, ‘১০০ কৃষি প্রযুক্তি এটলাস’- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে, এ সময় গবেষকদের প্রণোদনা বাড়ানোর উদ্যোগ গ্রহনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও সরকার প্রধান।
শিল্প কারখানা আর নতুন নতুন প্রযুক্তির ওপর ভর করে, উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। তবে কোন কিছুই বাংলার ঐতিহ্য, কৃষিকে এড়িয়ে নয়। বরং এই কৃষিকে কেন্দ্র করেই, আজকের দেশীয় যত শিল্পোন্নয়ন।আগামির কৃষি উন্নয়ন এবং ভবিষ্যত প্রজন্মকে আধুনিক কৃষির সাথে পরিচয় করে দিতে, সেরা ১০০ কৃষি প্রযুক্তি নিয়ে বই প্রকাশ করলো, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে তারই উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, কৃষিতে যা কিছু উন্নয়ন তার সব কিছুই বঙ্গবন্ধুর কৃতিত্ব। তার আদর্শ , চেতনা আর দেশপ্রেম বুকে নিয়ে কৃষকের ও কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।দেশীয় পণ্যের চাহিদার কথা মাথায় রেখে কৃষি উৎপাদন বাড়ানো ও সেই সঙ্গে অঞ্চলভিত্তিক কৃষিশিল্প গড়ে তোলার কথা জানান, প্রধানমন্ত্রী। পুষ্টি চাহিদা পূরণে মনোযোগী হবার নির্দেশ দেন।
বাড়তি কৃষিপণ্য উৎপাদনে গবেষণার বিকল্প নেই জানিয়ে, গবেষকদের বাড়তি প্রণোদনা প্রদানে উদ্যোগ নেয়ার আহ্বান জানান, সরকার প্রধান।কারো কাছে হাত পেতে নয়, নিজেদের অর্থায়নে দেশ এগিয়ে যাবো আশা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।