টেস্ট সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড
- আপডেট সময় : ০২:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
হ্যামিল্টন স্টেডিয়ামে টেস্ট সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টায়। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে কিউইরা।
ইংল্যান্ডের কাছে টি-টুয়েন্টি সিরিজ হারলেও টেস্ট সিরিজে দাপট দেখিয়ে প্রথম ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। ইনিংস এবং ৬৫ রানে হারে ইংলিশরা। প্রথম টেস্টে স্বাগতিক ব্যাটসম্যানদের পারফরমেন্স ছিলো নজরকাড়া। ওয়াটলিং পান ডাবল সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টেও ব্যাটসম্যানরা ধারাবাহিকতা ধরে রাখবে প্রত্যাশা করছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। উইনিং কম্বিনেশন ধরে রেখেই একাদশ সাজাতে চায় নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে টেস্ট সিরিজে নিজেদের মেলে ধরতে পারেনি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তবে এখনো সিরিজ বাচানোর সুযোগ রয়েছে ইংল্যান্ডের। নিজেদের ভুল শুধরে সিরিজে সমতায় ফেরার প্রত্যয় নিয়ে মাঠে নামবে সফরকারীরা।