ট্যানারী শিল্পের দূষণ আর বর্জ্য অব্যাবস্থাপনায় বিপর্যস্থ সাভারের জনজীবন
- আপডেট সময় : ০৩:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সাভারে ট্যানারী শিল্পের পরিবেশ দূষণ আর বর্জ্য অব্যাবস্থাপনার কারণে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের বসবাসের জন্য অনুপযোগী হয়ে উঠছে পুরো এলাকা। সলিড ওয়েষ্টের তরল বর্জ্য নদীতে ফেলায় চরম হুমকীর মুখে পড়েছে পুরো এলাকার পরিবেশ। সিইটিপি’র কার্যক্রম সম্পূর্ণরুপে শুরু না হওয়ার পাশাপাশি ট্যানারী বর্জ্যে কারণে নানান রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ।এমন অবস্থা চলতে থাকলে আগামীতে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলে মনে করেন খোদ বিসিকই।
দীর্ঘ ৫বছরেও বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ পদক্ষেপ গ্রহণ ও মানসম্পন্ন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ অসম্পূর্ণ থাকায় এখনো পরিবেশ দূষণ অব্যাহত রয়েছে সাভারের ট্যানারী শিল্পের। এমন পরিবেশে এ শিল্প এখনো পায়নি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।কারখানার বর্জ্যে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও কার্যত সমস্যা নিরসণে নেই কার্যকর উদ্যোগ। এ অবস্থায় চর্ম রোগসহ নানান রোগ ব্যাধীতে আক্রান্ত হচ্ছে স্থানীয় মানুষ।
শুধু এলাকাবাসীই নয়, ট্যানারী শ্রমিকরাও আক্রান্ত হচ্ছে নানান রোগে।পরিবেশ আন্দোলনের এ নেতা জানালেন, এজন্য সরকারের পাশাপাশি দায়ী ট্যানারী মালিকরাও।রোগ ব্যাধীতে আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানালেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।সিইটিপি ঠিক থাকলেও সলিড ওয়েষ্টের কারণে দূষিত হচ্ছে পরিবেশ, এমন চলতে থাকলে আগামী বছর পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে বলে জানান বিসিকের মহা ব্যবস্থাপক।
পরিবেশ দূষণের হাত থেকে ট্যানারী শিল্পকে রক্ষার মাধ্যমে পরিস্থিতির স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।