ট্রাক থেকে এক্সক্লেভেটর নামাতে গিয়ে নীচে চাপা পড়ে চালক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক থেকে এক্সক্লেভেটর নামাতে গিয়ে নীচে চাপা পড়ে চালক তুহিন মন্ডল নিহত হয়েছে।
পুলিশ জানায়, গেল রাতে মুকসুদপুর উপজেলার আইকদিয়া প্রাইমারি স্কুলের নতুন ভবনের ভীত কাটার জন্য পাবনা থেকে ট্রাকে করে এক্সক্লেভেটর নিয়ে আসে তুহিন মন্ডল ও তার ভগ্নিপতি আজিজুল মন্ডল। এসময় তুহিন এক্সক্লেভেটরটি চালিয়ে ট্রাক থেকে নামাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে নিচে চাপা পড়ে সেখানেই তুহিন মন্ডল নিহত হয়।পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।