ট্রাম্প ও বাইডেন গণমাধ্যমে প্রশ্নোত্তর অধিবেশনে অংশ নিয়েছেন
- আপডেট সময় : ০২:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কের সময়সূচি ছিলো আজ। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা শনাক্ত হওয়ার পর তা বাতিল করা হয়। এদিকে, ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন গণমাধ্যমে প্রশ্নোত্তর অধিবেশনে অংশ নিয়েছেন।
ফ্লোরিডায় মার্কিন গণমাধ্যম এনবিসির সঞ্চালক সাভানাহ গুথ্রি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনা মহামারি, হোয়াইট হাউজে শেতাঙ্গদের আধিপত্যসহ বিভিন্ন বিষয়ে ক্রমাগত প্রশ্নবানে জর্জরিত করেছেন। একই সময়ে ফিলাডিফিয়ায় বাইডেন মুখোমুখি হয়েছেন এবিসি নিউজের। আগামী ২২ অক্টোবর তৃতীয় ও শেষ বিতর্কে মুখোমুখি হবেন দুই প্রার্থী। এদিকে, বাইডেন জানিয়েছেন, তৃতীয় বিতর্কের আগে প্রেসিডেন্টকে অবশ্যই করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে। এদিকে, বুধবার যুক্তরাষ্ট্রের পোলিং ফার্ম ইউগভ প্রকাশিত এক জরিপে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে প্রায় ৭২ শতাংশ ভারতীয় মার্কিনি ভোট দেবে বলে উঠে এসেছে। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেবেন মাত্র ২২ শতাংশ।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র ১৯ দিন।