ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে অনুমোদন দিয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ
- আপডেট সময় : ১২:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে অনুমোদন দিয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এদিকে, অভিসংশনের প্রচেষ্টাকে হাস্যকর বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘পরবর্তী পদক্ষেপ’ হিসাবে অভিশংসন প্রস্তাবে ভোট দেবেন হাউজের ডেমোক্র্যাটরা। এদিকে, হাউস অফ রিপ্রেজেনটেটিভের তৃতীয় সিনিয়র রিপাবলিকান লিজ চেনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের পক্ষে তিনি ভোট দিয়েছেন। এর আগে সোমবার ট্রাম্পকে সরোনো এবং অভিশংসনের দুটো প্রস্তাব উত্থাপন করে ডেমোক্র্যাটরা। এদিকে, কংগ্রেস ভবনে হামলার দায়ও অস্বীকার করেছেন ট্রাম্প। মঙ্গলবার টেক্সাস সীমান্তে দেয়াল নির্মাণকাজ দেখতে যান ট্রাম্প। ক্যাপিটল হিলে হামলার পর প্রথমবার প্রকাশ্যে বক্তব্য রাখলেন তিনি। এসময় সমর্থকদের সহিংস না হওয়ার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। গত ৬ই জানুয়ারি টাম্পের উসকানির কারণে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ধ্বংসযজ্ঞ, লুটপাট, ভাঙচুরের ঘটনায় ডেমোক্র্যাটরা তাকে অভিশংসন করার এই প্রস্তাব এনেছে।