ট্রাম্পের বিচার না হলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে তেহরান
- আপডেট সময় : ১০:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ইরানি কমান্ডার জেনারেল কাশেম সোলাইমানি হত্যার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের বিচার না হলে তার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আজ এই অঙ্গীকার করেন।
ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার ছিলেন জেনারেল সোলাইমানি। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন তিনি। গতকাল ছিল সোলাইমানির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।সোলাইমানি হত্যাকাণ্ড প্রসঙ্গে তেহরানে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, আগ্রাসনকারী ও মূল হত্যাকারী যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ অন্যান্য অপরাধীদের অবশ্যই বিচার ও শাস্তির মুখোমুখি হতে হবে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয় এবং ট্রাম্প প্রকাশ্যেই তা স্বীকার করেন। সোলাইমানিকে হত্যার পরপরই ইরাকে অবস্থিত মার্কিন সেনাদের অবস্থান লক্ষ করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।