ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে রোগি ও হাসপাতাল কর্তৃপক্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ১৬৫০ বার পড়া হয়েছে
বকেয়া পরিশোধ, বেতন-ভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি চলছে ইন্টার্ন চিকিৎসক ও পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের।
স্বাস্থ্যমন্ত্রী সাথে সাক্ষাৎকারে আশানুরুপ ফলাফল না আসায় ২৯ মার্চ পর্যন্ত পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেছেন তারা। এতে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা। জনবল সংকটে ধারণ ক্ষমতার তিনগুণ বেশি রোগীদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। আন্দোলনকারীরা বলছেন, হাসপাতাল কেন্দ্রিক কোন কর্মসূচি না থাকলেও কেন্দ্রীয় কর্মসূচির সাথে একত্বতা প্রকাশ করে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।