ট্রেন চলাচল বন্ধে বিপাকে বগুড়া অঞ্চলের হাজারও মানুষ
- আপডেট সময় : ১২:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৬১২ বার পড়া হয়েছে
শ্রমজীবী আর নিম্ন আয়ের মানুষের যাতায়াতের বাহন ট্রেন। কোটা আন্দোলনকারীদের সহিংসতার আশঙ্কায় ১৩ দিনেরও বেশি সময় ধরে বন্ধ আন্তনগর ট্রেন চলাচল। এতে বেড়েছে জনদুর্ভোগ। কর্মহীন হয়ে পড়েছেন শত শত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী।
বগুড়া রেলস্টেশনে এখন পিনপতন নীরবতা। ট্রেনের হুইসিল নেই, নেই হকার কিংবা যাত্রীদের হৈ চৈ। অথচ একসময় প্রতিদিন হাজার হাজার মানুষের পদচাণায় মুখর থাকতো স্টেশন। ১৩ দিন পর লোকাল ট্রেন চলাচল শুরু হলেও নাশকতার আশঙ্কায় এখনো বন্ধ সারাদেশের আন্তনগর ট্রেন।
ট্রেন বন্ধ হওয়ায় সবচেয়ে সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাস ও সিএনজিতে বেশি ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। ট্রেন চলাচল বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছেন শত শত হকার আর ক্ষুদ্র ব্যবসায়ীরা। নির্দেশনা পেলেই ট্রেন চলাচল শুরু হবে জানালেন বগুড়ার স্টেশন মাস্টার। বগুড়া রেলস্টেশন দিয়ে দৈনিক ১৬টি ট্রেন চলাচল করতো। এতে প্রতিদিন যাতায়াত করতেন অন্তত ১০ হাজার যাত্রী।