ট্রেনে-বাসে আগুন দিয়ে ভীতি সৃষ্টি করছে বিএনপি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ট্রেনে বাসে আগুন দিয়ে ভীতি সৃষ্টি করছে বিএনপি জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করা যাবে না।হত্যাকারী ও অগ্নিসন্ত্রাসীদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, যারা অগ্নিসন্ত্রাস করছে, তাদের ছাড় দেয়া হবে ন। দুপুরে সিলেটের হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও দোয়া শেষে এসব কথা বলেন তিনি। সাধারণ মানুষ ভোট ও উন্নয়ন চায় জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে সাড়া দিচ্ছে না তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনি প্রচারণা শুরু করতে সকালে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি বিভাগীয় নগরীতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি।
সেখানে কিছু সময় কাটিয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।
পরে যান হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন আওয়ামী লীগ সভাপতি। সেখানেও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপে সিলেটে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের কল্যাণ হয়।
নির্বাচনে না এসে ট্রেনে বাসে আগুন দিয়ে ভীতি সৃষ্টি করছে বিএনপি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করা যাবে না।
শেখ হাসিনা বলেন, ভোট জনগণের অধিকার। কেউ নির্বাচনে বাঁধা দিলে জনগণ তাদের উৎখাত করবে।