ট্রেনের টিকিট পেতে চাদর-বালিশ নিয়ে কমলাপুরে লম্বা হচ্ছে লাইন
- আপডেট সময় : ০১:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বদলায়নি কমলাপুর রেলস্টেশনের চিত্র।অনলাইনে টিকেট না পেয়ে,কাউন্টারে ভিড় করছেন যাত্রীরা। চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা কম থাকায় নিস্তার নেই ভোগান্তি থেকে। সময় অপচয় টিকিট সংগ্রহে। সকাল ৮টা থেকে চতুর্থদিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দেয়া হচ্ছে ৩০ এপ্রিলের টিকিট। দিন যত গড়াচ্ছে লম্বা হচ্ছে লাইন। রাত থেকেই চাদর-বালিশ নিয়ে অনেকেই অবস্থান নিয়েছেন কমলাপুরে। টিকিট কাটতে এনআইডি নম্বর যুক্ত করায় সময়ক্ষেপণের অভিযোগ করেন যাত্রীরা।
রেহেনা পরিবারের সাথে ঈদ উদযাপন করতে তার ছোট্ট সন্তানকে নিয়ে সকাল ৮টা বাজবার ১৪ ঘন্টা আগেই হাজির কমলাপুর রেল স্টেশনে। স্টেশনে যাত্রীদের সুব্যবস্থা না থাকায়, এভাবেই সন্তানকে মশা কামড় থেকে বাচাঁতে আপ্রান চেষ্টা তার।
শুধু রেহেনা নয়, শত শত নারীর জন্য মাত্র দুটি কাউন্টার। দীর্ঘ লাইনে গরম আর ভিড়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এছাড়াও এমন ভিড়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক নারী।
ট্রেনের আগাম টিকিট পেতে দিন রাতের কথা ভুলে লাইনে দাঁড়িয়েছেন বহু মানুষ। কেউ কেউ এখানেই মাঝ রাতে সেহেরী করেন। তবে দীর্ঘ অপেক্ষার পর টিকিট পাবেন কি পাবেন না, তা নিয়েও রয়েছে অনিশ্চিয়তা।
এরকম অব্যবস্থা আর পরিকল্পনাহীন স্টেশন কেবল যাত্রীদের ভোগান্তিতেই ফেলতে পারে। সরকারের উচিত এসব বিষয়ে দ্রুত সুষ্ঠ পদক্ষেপ নেওয়া এমনটাই জানান যাত্রীরা।