ঠাকুর অনুকূল চন্দ্রের স্মৃতি বিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ভবনের বিভিন্ন অংশ চুরি হয়ে গেছে
- আপডেট সময় : ০৫:৪৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের স্মৃতি বিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র ভবনের বিভিন্ন অংশ চুরি হয়ে গেছে। পাবনা মানসিক হাসপাতালের ভেতরেই অনুকূলচন্দ্রের স্মৃতি বিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র। সম্প্রতি পুরনো ভবনটির দরজা, জানালা, রড, ইটসহ অন্যান্য উপকরণ চুরি হয়ে গেছে। এ সম্পর্কে কিছুই জানেন না আশ্রম ও মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে ঠাকুর ভক্তদের মাঝে। প্রত্মতত্ত্ব অধিদপ্তরের অধীনে ভবনটি সংরক্ষণের দাবি জানিয়েছেন তারা।
১৮৮৮ সালের ১৪ সেপ্টেম্বর পাবনার হেমায়েতপুরে জন্মগ্রহণ করেন ঠাকুর অনুকূল চন্দ্র। ১৯২৯ সালে সেখানে সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। এরপর, একে একে গড়ে তোলেন বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে একটি হলো বিশ্ব বিজ্ঞান কেন্দ্র। স্বাস্থ্যগত কারণে স্বপরিবারে এক সময় ভারতে যান অনুকূল চন্দ্র। ১৯৪৭ সালে দেশ বিভাগের জটিলতায় ঠাকুর আর দেশে ফেরেননি।
পাবনা মানসিক হাসপাতালের ভেতরেই অনুকূলচন্দ্রের স্মৃতি বিজড়িত বিশ্ব বিজ্ঞান কেন্দ্র। সম্প্রতি পুরনো ভবনটির দরজা, জানালা, রড, ইটসহ অন্যান্য উপকরণ চুরি হয়ে গেছে। এ সম্পর্কে কিছুই জানেনা আশ্রম ও মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে ঠাকুর ভক্তদের মাঝে।
এ জন্য নিরাপত্তা কর্মীর অভাবকে দায়ি করেন মানসিক হাসপাতালের পরিচালক। ঠাকুরের স্মৃতি বিজরিত স্থানগুলো সংরক্ষনের দাবি জানিয়েছে আশ্রমের নেতারা। ঠাকুর অনুকূল চন্দ্রের সব স্থাপনা সরকার সংরক্ষণের উদ্যোগ নেবে বলে আশা করে ভক্তরা।