ঠাকুরগাঁওয়ে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে সানু নামে এক যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজিরহাট পাঁচপীর কবরস্থান পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সানু প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাজারে চা খাওয়া উদ্দেশ্য বের হয়। তারপর আর সে বাসায় ফিরেনি। সকালে কয়েকজন কৃষক ধান খেতে পানি দিতে গিয়ে সানুকে ছোট একটি আম গাছের গাছের ডালে ঝুলতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। নিহতের পরিবার ও স্থানীয় লোকজনের দাবি এটি আত্মহত্যা নয় বরং এটি পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।