ঠান্ডাজনিত রোগে ১০দিনে ২০ শিশু ও নবজাতকের মৃত্যু

- আপডেট সময় : ০২:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
শীত জনিত রোগে আক্রান্ত হয়ে গত ১০ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড দুইশোরও বেশি রোগী ভর্তি হয়েছে। ঠান্ডাজনিত রোগে ১০দিনে ২০ শিশু ও নবজাতকের মৃত্যু হয়েছে। এছাড়া শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ দুই নারীসহ ৪ জন মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায়।
শুক্রবার পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে দেড় শতাধিক শিশুকে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, খিচুনি, হুপিং কাশি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি করা হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
প্রবল ঠান্ডায় শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়েছে বলে জানান চিকিৎসকরা।
চিকিৎসা নিতে আসা বেশ কয়েকজন শিশু ও নবজাতকের মৃত্যু হয়েছে তাই উৎকন্ঠায় রোগীদের স্বজনরা
বার্ণ ইউনিটে ২৬ জন অগ্নিদগ্ধ রোগী ভর্তি রয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
রোগীর স্বজনরা বলছেন শীত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে তারা।, অবস্থা আশংকাজনক হওয়ায় কয়েকজনকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়া হয়েছে।
কয়েক দিন ধরে রংপুর অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার পাশাপাশি কনকনে ঠাণ্ডা বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।