ড. ইউনূসের পক্ষে বক্তব্য দিয়ে ডেপুটি অ্যার্টনি জেনারেল এমরান শৃঙ্খলা ভেঙেছেন : আইনমন্ত্রী
- আপডেট সময় : ১১:০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় প্রেসক্লাবে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আলোচনা সভায় অংশ নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাইবার সিকিউরিটি আইন যেন সাংবাদিকতায় বাধা বা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান আনিসুল হক।
প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। সভার শুরুতে আইনটির বিষয়ের সাংবাদিক সমাজের পর্যবেক্ষণ ও সুপারিশ আইনমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়। সাইবার নিরাপত্তা আইনের বিপক্ষে নয়, তবে এ আইন যাতে সাংবাদিকতার মুখ বন্ধ না করে সে ব্যাপারে নজর দেবার আহব্বান জানান সিনিয়র সাংবাদিকরা।
ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা মানহানি মামলাসহ আইনের যেনো অপব্যবহার না হয় এবং আইনের যেনো সাংবাদিকতার বিরুদ্ধে না যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে বলে জানান আইনমন্ত্রী। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়ার নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই না করার ঘোষণা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, অনুমতি ছাড়া এমন বক্তব্য শৃঙ্খলাপরিপন্থী।