বিএনপি তীর্থের কাকের মতো পাশ্চাত্য শক্তির দিকে তাকিয়ে রয়েছে : ড. হাছান মাহমুদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৭০৭ বার পড়া হয়েছে
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সুপারিশকে গুরুত্বের সাথে দেখছে না সরকার– জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বন্ধুরাষ্ট্র হিসেবে তাদের পরামর্শ গুরুত্ব পাবে জনসাধারণের মতামতের উপর ভিত্তি করে।
সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান তথ্যমন্ত্রী। বলেন, জনগণের উপর ভরসা নেই বলেই বিএনপি তীর্থের কাকের মতো পাশ্চাত্য শক্তির দিকে তাকিয়ে রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ইসরায়েলি হামলার বিষয়ে নিশ্চুপ থাকার মাধ্যমে বর্বরতার পক্ষ নিচ্ছে বিএনপি। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠনের কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানান ড. হাছান মাহমুদ।