ডলার সংকটে কয়লা আমদানী করতে না পারায় বন্ধ পায়রা বিদ্যুৎ কেন্দ্র : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
ডলার সংকটে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে সময়মতো কয়লা না আসায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় সারাদেশে লোডশেডিং বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
দুপুরে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের নবায়নযোগ্য শক্তি গবেষণা ল্যাবরেটরি ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, সারাদেশে বিদ্যুৎ সংকটে মানুষ কষ্টে আছে, তবে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ মুহুর্তে জাতীয় গ্রীডে দেড় হাজার মেগাওয়াটের বেশী লোডশেডিং রয়েছে বলে জানান তিনি। এসময় সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান উপস্থিত ছিলেন।