ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। এবার প্রতি ডলারে টাকার মান কমেছে এক টাকা। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এক টাকা বেশি দামে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। স্থিতিশীলতা আনতে নেয়া সিদ্ধান্তে আবার অস্থির হয়ে উঠেছে কার্ব মার্কেট।
বাজারে সম্প্রতি যে স্থিরতা এসেছিল, এবার তাও ভেঙ্গে পড়েছে। ফলে ডলারের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমদানি পর্যায়ে ডলারের দাম একলাফে সর্বোচ্চ ১০ টাকা বেড়ে ১০৫ টাকায় দাঁড়িয়েছে। তবে কোনো কোনো ব্যাংক ১০০ টাকায়ও আমদানি পর্যায়ে ডলার বিক্রি করছে। এতদিন আমদানি পর্যায়ে ডলারের দাম বেঁধে দিয়ে সব ব্যাংকে একই রেট অর্থাৎ ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছিল। সোমবার ১ টাকা বাড়িয়ে নতুন দর কার্যকর হওয়ার পর আমদানি পর্যায়ে ডলারের দাম আবার বেড়ে যায়।