ডাকসু ভিপিসহ তার সঙ্গীদের ওপর হামলায় পুলিশ বাদী মামলা
- আপডেট সময় : ০২:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূরসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের আটজনসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের আটক দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করে সোমবার মধ্যরাতে মামলাটি দায়ের করা হয়। অজ্ঞাতপরিচয় আরও ৩৫ জনকে মামলার এজাহারে আসামি করা হয়েছে। রোববার দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের একটি সংগঠনের ব্যানারে কর্মসূচির পর ডাকসু ভবনে নূরদের ওপর হামলা হয়। ছাত্রলীগের একদল নেতা-কর্মীকেও সেই হামলায় দেখা যায়। মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ভিপি নূরের কক্ষে ঢুকে বাতি নিভিয়ে সেখানে থাকা সবাইকে এলোপাতাড়ি পেটান বলে আহতরা জানায়। হামলায় আহত নূরসহ ২৮ জনকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এর কয়েক ঘণ্টা পর শাহবাগ এলাকা থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
এদিকে, হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নূরসহ অন্যদের চিকিৎসার জন্য বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানিয়েছেন, নূরসহ আহতদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা উন্নতির দিকে। শিগগির হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।