ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় আট জন গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / ১৬২৭ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায়, আট জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।তাদের কাছ থেকে আরো আড়াই কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধারকৃত টাকার পরিমাণ ৬ কোটি ৪৩ লাখ ৪৯ হাজার। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদ। তিনি জানান, বাকী টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
৯ মার্চ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় তুরাগের দিয়াবাড়ী এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও ৮ আসামীকে গ্রেফতারের পাশাপাশি ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আটক ও টাকা উদ্ধারের বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত কমিশনার।
তিনি জানান, আসামীরা ছিনতাই চক্রের সদস্য; পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা আগ থেকে ওঁত পেতে পরে কৌশলে টাকা হাতিয়ে পালিয়ে যায়।
টাকা ছিনতাইয়ের দিন সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে বলেও জানান হারুন অর রশীদ।