ডারবান টেস্ট হারের পর পোর্ট এলিজাবেথে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লড়ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথে টস জিতে ব্যাট করছে প্রোটিয়ারা। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ২২০ রান।
ডারবান টেস্ট হারের পর পোর্ট এলিজাবেথে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। এ লক্ষ্যে দুই পেসারের সঙ্গে একাদশে দুইজন স্পিনার রেখেছে বাংলাদেশ দল। তবুও ফায়দা হচ্ছিল না। আগের টেস্টের মতো এই ম্যাচের প্রথম দিনেও ব্যাট হাতে আধিপত্য দেখায় দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। প্রথম উইকেটে আসে ৫২ রান। পরে তাইজুলের বলে ৭০ রানে সাজ ঘরে ফেরেন অধিনায়া ডিন এলগার। আবারও কেগান পিটার্সেনকে ফেরান তাইজুল। পিটার্সেনের ব্যাট থেকে আসে ৬৪ রান। টেম্বা বাভুমা ৪৪ ও রায়ান রিকেলটন ১৭ রানে অপরাজিত আছেন। এই ম্যাচে অসুস্থ্যতার কারনে খেলছেন না তাসকিন ও শরিফুল।