ডায়রিয়ার প্রকোপ বেড়েছে যশোরে
- আপডেট সময় : ০২:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- / ১৬০০ বার পড়া হয়েছে
যশোরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। একের পর এক রোগী ভর্তি হচ্ছে যশোর জেনারেল হাসপাতালে। স্থান সংকুলান না হওয়ায়, অনেকের শয্যা মিলছে হাসপাতালের বারান্দায়। এরই মধ্যে তিনদিনে ডায়রিয়া আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষে বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঠান্ডা-গরম এবং দুষিত পানির কারণে ডায়রিয়া বাড়ছে বলে মনে করেন চিকিৎসকরা।
মঙ্গলবার থেকে ডায়রিয়া আক্রান্ত একের পর এক রোগী আসছে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে। ওই দিন সন্ধ্যা নাগাদ ৩৭ জন রোগী ভর্তি হয়। আক্রান্ত একজন মারা যায়। অনেকেই আউট ডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।
পরদিন বুধবার ৩১ জন নতুন রোগীর মধ্যে দু’জনের মৃত্যু হয়। আর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে অনেকে। হাসপাতালে ভর্তি রয়েছে ৪৮ জন। আক্রান্ত রোগীর বেশিভাগেই শিশু।
খাবারের খাওয়ার পর থেকে আক্রান্তের কথা বলছেন।
ডায়রিয়া আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলে দাবি করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঠান্ডা-গরম আবহাওয়া আর দুষিত পানি পানের কারণে ডায়রিয়া হচ্ছে বলে জানান চিকিৎকরা।
রোগীদের আবাসস্থল চিহ্নিত করে ডায়রিয়ার কারণ খুঁজতে অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ।