ডায়রিয়ার প্রকোপে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতাল ভীড়
- আপডেট সময় : ০২:২১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। নগরীর সরকারি বেসরকারি সব হাসপাতাল এখন ডায়রিয়া রোগীতে ঠাসা। পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর পানীয়, খাবার স্যালাইনের ভুল ব্যবহারে ডায়রিয়া বিস্তারের পাশাপাশি রোগীদের নানা পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে।
চট্টগ্রামের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের চিত্র এটি। শয্যার একটিও খালি নেই; কোন কোন বেডে একাধিক রোগী ভর্তি।
গেল সপ্তার শুরু থেকে ছড়িয়ে পড়ে ডায়রিয়া। দিন যত যাচ্ছে, হাসপাতালে রোগীর চাপ ততই বাড়ছে।
শুধু মা ও শিশু হাসপাতালই নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালসহ সব হাসপাতালের চিত্র একই। বিশেষ করে শিশুদের অবস্থা সবচেয়ে খারাপ।
রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শহরের চেয়ে গ্রামের রোগী হাসপাতালে বেশি আসছে।
চিকিৎসকরা বলছেন, দুষিত পানির নানামুখি ব্যবহার ও সচেতনতার অভাবে ডাইরিয়া- ছড়িয়ে পড়ছে। অনেক রোগী পাশ্বপ্রতিয়ায় আক্রান্ত হচ্ছে।
গরমের শুরুতে প্রতি বছর ডায়রিয়া দেখা দিলেও এবার তার তীব্রতা অতীতের চেয়ে বেশি। আগামী ১৫ দিন ডায়রিয়া পরিস্থিতি দীর্ঘ হওয়ার আশংকা চিকিৎসকদের।