ডিএনসিসি মেয়র কাপ ফুটবলে জিতেছে ৩৯ নম্বর ওয়ার্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ডিএনসিসি মেয়র কাপ ফুটবলে জিতেছে ৩৯ নম্বর ওয়ার্ড। ৪ নম্বর ওয়ার্ডকে হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে। রাজধানীর এ আই ইউ বি ক্যাম্পাস মাঠে মুখোমুখি হয় দু’দল।
ম্যাচের শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে চেস্টা চালায় দুদলের ফুটবলাররা। ম্যাচের ১৯ মিনিটে বাজিমাত করেছেন ৩৯ নম্বর ওয়ার্ডের নাইম। তার করা একমাত্র গোলে লিড নিয়ে বিরতীতে গেছে ৩৯ নম্বর ওয়ার্ড। পরে সেই ব্যবধান তারা যেমন আর বাড়াতে পারেনি তেমনি ম্যাচে সমতা আনা হয়নি চার নম্বর ওয়ার্ডের। দারুণ জয় নিয়ে তাই মাঠ ছাড়তে সমস্যা হয়নি প্রতিপক্ষের। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি, সমাজে খেলাধুলার প্রয়োজনীতার কথা মাথায় রেখে এই আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফুটবল ছাড়া আরো কয়েকটি ইভেন্টে ওয়ার্ড পর্যায়ে জমজমাট লড়াই হচ্ছে এবারের আয়োজনে।