ডিজিটাল নিরাপত্তা আইন কবর দেয়ার সময় এসেছে: ডা. জাফরুল্লাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ডিজিটাল নিরাপত্তা আইন কবর দেয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় শিশু পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন জাতীয় কাউন্সিল ও সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। আইন করে মানুষের মুখ বন্ধ করা যাবে না, মুখ বন্ধ হলে হাত নড়বে বলে হুঁশিয়ারি দেন ডা.জাফরুল্লাহ চৌধুরী। এসময় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে রাষ্ট্রকে ক্ষমা চাওয়ার দাবি করে নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান তিনি।