ডিজিটাল বাংলাদেশের সুফল পেতে নিজস্ব উদ্ভাবনে জোর দেয়ার তাগিদ রাষ্ট্রপতির
- আপডেট সময় : ০৭:২০:২১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে নতুন নতুন উদ্ভাবনের দিকে জোর দিতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। ডিজিটাল বাংলাদেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জনে পরিবর্তিত প্রযুক্তির সাথে তাল মেলাতে হবে।
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে চতুর্থ বারের মতো শনিবার সারাদেশে উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিসিসি অডিটরিয়ামে উদ্বোধনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য ও অর্জন তুলে ধরা হয়। পরে দেশের আইসিটি খাতে বিশেষ অবদান রাখায় ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে “ডিজিটাল বাংলাদেশ দিবস পুরস্কার ২০২০” তুলে দেয়া হয়।
ভিডিওবার্তার মাধ্যমে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে বলেন, ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ বাস্তবায়নে নতুন ও পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।
তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার নিশ্চিতের পাশাপাশি এর অপব্যবহার রোধ এবং প্রশিক্ষণের ওপর জোর দেন রাষ্ট্রপতি। সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের পথে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ এগিয়ে যাবে – এমন প্রত্যাশারও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।