ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদাবাজীর সময় দুই প্রতারক আটক
- আপডেট সময় : ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৬২৪ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে কুড়িগ্রামের রাজারহাটে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদাবাজীর সময় রিপন সরকার ও আতাউর রহমান আপেল নামে দুই প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রোববার রাত ৯টায় উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরার হাটে ওই তিন প্রতারক হাতে ওয়াকিটকি নিয়ে ডিবি পুলিশ পরিচয় দেয়। এসময় তারা লকডাউনের নামে বাজারে ভীতিকর অবস্থা সৃষ্টি করে। তারা বাজারের ওষুধ ও বিকাশ এজেন্ট জাহাঙ্গীরের দোকানে অভিযান চালায়। তার দোকান খোলা রাখার অপরাধে জাহাঙ্গীরের ভাতিজা ফিরোজকে দোকানে রাখা ৩ লাখ টাকাসহ জোর করে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় যুবকরা থানায় ফোন করে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেলে অপহরণকারীদের পিছনে ধাওয়া করে। বাছড়া বাজারের কাছে অপহরণকারীরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। এ সময় সহযোগী মেহেদী হাসান শিলু পালিয়ে যায়।