ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে, ডিম আমদানির অনুমতি দেয়া হবে : বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১৭৫২ বার পড়া হয়েছে
ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ডিম আমদানির অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে- সারাদেশে টিসিবি’র কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে কম দামে আগস্ট মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সারাদেশে টিসিবি’র কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে কমদামে আগস্ট মাসের নিত্যপণ্য বিক্রি কার্যক্রমের এই উদ্বোধনী আয়োজন।
মুষলধারার বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর মোহাম্মদপুর টাউনহল বাজারে পণ্য কিনতে আসেন কার্ডধারী দরিদ্র মানুষ। কম দামে পণ্য পেয়ে সন্তুষ্টি জানালেও পরিমাণে কম হওয়ায় তাদের প্রত্যাশা- মাসে অন্তত দু’বার টিসিবির পণ্য পাবার।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ডিমের দাম প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেয়া হলে ভোক্তা অধিদপ্তর বাজারে তা মনিটরিং ও নিশ্চিত করবে।
ডিম আমদানি করতে হলেও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমতি লাগবে বলে জানান টিপু মুনশী।