ডিমের পর এবার সিন্ডিকেটের কবলে পড়েছে ব্রয়লার মুরগি
- আপডেট সময় : ০২:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৮০ বার পড়া হয়েছে
ডিমের পর এবার সিন্ডিকেটের কবলে পড়েছে ব্রয়লার মুরগি। অতীতের সব রেকর্ড ভেঙ্গে বেড়েছে দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে।
গরু আর খাসির মাংসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বয়লার মুরগির দাম। নিম্নবিত্ত পরিবারের যে মানুষ বয়লার মুরগিতে মাংসের চাহিদা মেটাতো; সে মাংশের দামও চলে যাচ্ছে নাগালের বাইরে।
কিছুদিন আগে যে বয়লার মুরগী বিক্রি হতো ১৪০ টাকা কেজি; সেটা এখন ২২০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী জাতের মুরগির দাম প্রতি কেজিতে অন্তত ৪০ টাকা বেড়ে হয়েছে ৩০০ টাকা। এ নিয়ে সাধারণ মানুষের হাঁসফাঁস চলছে।
ব্যবসায়ীরা জানান় রোগ বালাই আর খাবার দাম বেড়ে যাওয়ায়, জেলা উপজেলার ছোট ছোট খামারগুলো বন্ধ হয়ে গেছে। পোল্ট্রি ফার্ম চলে গেছে কর্পোরেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। তারাই ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে।
বাজার নিয়ন্ত্রণে তৎপরতার কথা জানালেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুধু অভিযান নয়, উৎপাদন খরচের সঙ্গে সমন্বয় করে পণ্যের মূল্য নির্ধারণ ও কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবী জানান সাধারণ মানুষ।