ডিসেম্বরে জনতার সাগরের গর্জন শুনতে পাবে বিএনপি : কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপি জনতার সাগরের গর্জন শুনতে পাবে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোট চুরি, ভূয়া ভোটার তৈরি, লুটপাট, দুর্ণীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে এবার খেলা হবে।
বিকেলে নারায়ণগঞ্জ ওসমান পৌর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের আশা বাদ দেয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আগামীতে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এতে কোন ধরনের হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি। সম্মেলনে বর্তমান সভাপতি আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলকে পূনর্বহাল রেখেই দুই সদস্যের জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়।