ডিসেম্বরের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের ৮০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
করোনা মোকাবেলায় শিল্পপতি ও ব্যবসায়ীদের, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও ম্যাক্স গ্রুপের উদ্যোগে অক্সিজেন সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। করোনা হাসপাতালগুলোতে আজ থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা শুরু করেছে ম্যাক্স গ্রুপ এবং আইইবি। প্রথম ধাপে দেয়া হচ্ছে ১ হাজার সিলিন্ডার।