ডু অর ডাই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান
- আপডেট সময় : ০৯:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। ডু অর ডাই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। মাস্কাটের আল আমেরাত ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
ওমান ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ সময় রাত ৮টায় থেকে অনুশীলন করবে টাইগাররা।
রোববার হার দিয়েই বিশ্বকাপের মিশন শুরু করে বাংলাদেশ। স্কটল্যান্ডের কাছে হেরে চাপে মাহমুদউল্লাহ রিয়াদের দল। হারলেই বিদায় নিতে এবারের আসর থেকে। তাই স্বাগতিক ওমানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প কিছুই ভাবছে না টাইগাররা। যদিও শেষ দুই ম্যাচে জিতলেও থাকবে নানা সমীকরণ। এছাড়াও অপেক্ষায় থাকতে হবে যেন স্কটল্যান্ডের কাছেও ওমান হেরে যায়। অন্যদিকে, পাপুয়া নিউগিনিকে দশ উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে ওমান। তাই আত্মবিশ্বাসী হয়েই মাঠ নামবে স্বাগতিকরা। এ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই মূল পর্ব নিশ্চিত হবে ওমানের।