ডেঙ্গু আতঙ্কে দিন কাটছে খুলনাবাসীর
- আপডেট সময় : ০১:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ডেঙ্গু আতঙ্কে দিন কাটছে খুলনাবাসীর। বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মশার উপদ্রবে দিশেহারা বিভাগের ৮ জেলার মানুষ। বিভিন্ন জেলা হাসপাতালে এখনো ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। আর মশার উপদ্রব ঠেকাতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে কেসিসি।
খুলনা বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত ২৫৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছে ১৮৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৬৪ জন।এর মধ্যে যশোরের ১৫ জন,নড়াইলের ১০ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু চিকিৎসায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড না থাকায় বিপাকে পড়েছেন রোগীরা।
ডেঙ্গু রোগীর চাপ বেড়ে যাওয়ায় মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সুচিকিৎসা নিশ্চিতে আলাদা ওয়ার্ড খোলা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর বলছে ‘চলতি মাসে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা,পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও লার্ভা নিধনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা।
এডিস মশার লার্ভা ধংসে সাধারণ মানুষের সচতেনতা ও সহযোগিতার বিকল্প নেই বলেও মনে করে স্বাস্থ্য বিভাগ।