ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাবছর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১জন প্রাণ হারিয়েছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক বলেছেন, শুধু নির্দিষ্ট মৌসুম নয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাবছর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরী। সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় মশা নিধনে আরো বেশী উদ্যোগী ভূমিকা রাখাসহ দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। বিকেলে রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু মোকাবেলায় গোলটেবিল বৈঠকে এসব কথা তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রী ।
ডেঙ্গু মোকাবেলায় বিভিন্ন সংস্থা ও প্রতিনিধিদের সাথে রাজধানীর একটি হোটেলে গোলটেবিল বৈঠকের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। আলোচনায় শুরুতে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। এসময় তাদের নিজ নিজ প্রতিষ্ঠানকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আরো জোরালো ভুমিকা পালন করার তাগিদ দেন মন্ত্রী। সিটি কর্পোরেশনের জোরদার ভুমিকাসহ বিভিন্ন উদ্যোগের কথাও জানান কেউ কেউ। সারাবছর মশা নিধন কার্যক্রমসহ এ বিষয়ে গবেষণা আরো বাড়ানো বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মশা নিধনে উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কাজও অব্যাহত রাখার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।