ডেঙ্গুর চিকিৎসায় কোনো ঘাটতি নেই : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ১১:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৪৭ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় উদ্বেগ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আরো দায়িত্বশীল না হলে এর থেকে নিস্তার সম্ভব নয়। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ড্রপ অ্যাপসের উদ্বোধনকালে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গুর চিকিৎসায় কোনো ঘাটতি নেই বলেও জানান জাহিদ মালেক।
দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ায়, তা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘন্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৮শ জন। এ নিয়ে মোট ভর্তি রয়েছেন ৯ হাজার । আর ২৪ ঘন্টায় মারা গেছে ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৬৫৮ জন। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজর ১০৪ জন।এমন বাস্তবতায় ডেঙ্গু রোগীদের ফ্লুইড ম্যানেজমেন্ট সহজ করতে ডেঙ্গু ড্রপস অ্যাপসের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুয়েটের শিক্ষার্থীদের তৈরি করা এ অ্যাপস, ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা আরো একধাপ উন্নীত করলো ।এডিস মশা নিয়ন্ত্রণ করা না গেলে ডেঙ্গু রোগ থেকে মিলবে না নিস্তার । তাই সংশ্লিষ্টদের মনোযোগ বাড়ানোরও আহবান জানান জাহিদ মালেক । চিকিৎসা সেবায় কেনো হাসপাতালে ঘাটতি থাকলে ফ্লুইড ম্যানেজমেন্টকে জানাতে বলেছেন অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।