ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে বৃহৎ জব ফেয়ার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ২২০১ বার পড়া হয়েছে
সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দু’দিনব্যাপী বৃহৎ জব ফেয়ার।
সকালে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে দু’দিন ব্যাপি এই আয়োজনের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফ উদ্দীন আহমেদ। জব ফেয়ারে দেশের ২শ’টি প্রতিষ্ঠানের নিয়োগকর্তারা প্রায় ৩ হাজার চাকরি এবং ১ হাজার ইন্টার্নশিপ অফার নিয়ে উপস্থিত হয়েছেন। দু’দিনের এই জব ফেয়ারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চুড়ান্ত বর্ষের ও সম্প্রতি গ্রাজুয়েশন সম্পন্ন করা কমপক্ষে ৪২০০ চাকরি প্রত্যাশি অংশগ্রহণ করেছে।আগামীকাল শেষ হবে দু’দিনব্যাপী এ জব উৎসবের।