ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনের অষ্টম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনের অষ্টম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।
সকাল ৭টার দিকে লাগা আগুন ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান সাংবাদিকদের বলেন, সার্ভার রুমের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।