ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-থ্রি হইলার চলবে না
- আপডেট সময় : ০৩:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
বিএনপির নেতৃত্বে জগাখিচুড়ি ঐক্যের একদফা আন্দোলনের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ উদ্বোধন করবেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এতে মোটরসাইকেল ও থ্রি হুইলার চলবে না।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ি হয়ে কুতুবখালিতে চট্টগ্রাম মহাসড়কে পর্যন্ত যাবে। যার মুল অংশের দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার।
এয়ারপোর্ট রোডের কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে কাজের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, এ পর্যন্ত ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এক দফা আন্দোলনের প্রতিক্রিয়া জানান তিনি।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের আগমন নির্বাচন সম্প্রর্কিত নয় বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
আপস