ঢাকা ও উত্তরা ক্লাবসহ ১৩টি ক্লাবে জুয়া খেলা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট
- আপডেট সময় : ০৩:০১:২২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
অর্থের বিনিময়ে রাজধানীর ঢাকা ও উত্তরা ক্লাবসহ ৫টি জেলায় ১৩টি ক্লাবে হাউজিসহ যে কোন জুয়া খেলা আয়োজন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।
সব আইনশৃংখলা বাহিনীকে জুয়া বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এ রায় দেন। এর আগে অর্থের বিনিময়ে ঢাকা এবং উত্তরা ক্লাবসহ দেশের ৫ জেলার ১৩টি ক্লাবে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা আয়োজন প্রশ্নে হাইকোর্টের দেয়া রুলের ওপর ২৩ জানুয়ারি শুনানি শেষ হয়। রিট আবেদনকারীদের আইনজীবী রেদওয়ান আহমেদ। ওই ১৩টি ক্লাব হলো- ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব। আইন অনুসরণ না করে এসব ক্লাবে জুয়া, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে হাইকোর্ট রিট করেন দুই আইনজীবী। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ৪ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে ঢাকা এবং উত্তরা ক্লাবসহ দেশের ৫ জেলার ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলার আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দেন।