ঢাকা ওয়াসার পানির বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিটের আদেশ আগামী সোমবার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বিগত পহেলা এপ্রিল থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিটের আদেশের জন্য আগামী সোমবার দিন ধার্য করেছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। এর আগে গত ১৪ জুন সেবার মান না বাড়িয়ে বিগত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসার পানির ২৫ শতাংশ দাম বাড়ানোর সিদ্ধান্তে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। আইনজীবী তানভীর আহমেদ জনস্বার্থে এ রিট দায়ের করেন। স্থানীয় সরকার সচিব, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ- ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্টদের এতে বিবাদী করা হয়।