ঢাকা-চট্টগ্রাম নৌপথে ২২ শতাংশ ও সারাদেশে ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
জ্বালাণি তেলের দাম বাড়ায় এবার ঢাকা-চট্টগ্রাম নৌপথে ২২ শতাংশ ও সারাদেশে ১৫ শতাংশ করে ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে জাহাজ মালিকদের একাধিক সংগঠন।
দুপুরে চট্টগ্রামের ডব্লিউটিসি কার্যালয়ে ওয়াটার ট্রান্সপোর্ট সেল ও কার্গো ভ্যাসেল ওনার্স এসোসিয়েশনের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সংগঠনের নেতারা জানান, কয়েক মাস আগে আরেক দফা তেলের দাম বাড়ানো হলেও, ভাড়া বাড়ায়নি তারা। কিন্তু, এবার অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোয় ভাড়া না বাড়িয়ে জাহাজ চালানো সম্ভব হচ্ছে না বলে জানান। ৬ আগস্ট থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরকে ঘিরে প্রায় তিন হাজার লাইটার জাহাজ চলাচল করে।