ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবৈধ বিলবোর্ড এবং সাইনবোর্ডে ছেয়ে গেছে
- আপডেট সময় : ০২:১৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবৈধ বিলবোর্ড এবং সাইনবোর্ডে ছেয়ে গেছে। সড়কের পাশে স্থাপিত এসব অবৈধ বিলবোর্ডের কারণে যে কোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। সড়ক ও জনপদের জায়গা দখল করে গড়ে ওঠা এসব বিলবোর্ডের কারণে রাতের আধারে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দ্রুত এসব অবৈধ বিলবোর্ড অপসারনের দাবি সাধারণ মানুষের।
রাতের আধারে বিলবোর্ড থেকে সৃষ্ট আলোর প্রতিফলনের কারনে মাঝে মাঝেই ঘটছে দূর্ঘটনা। এছাড়া অবৈধ বিলবোর্ডের কারণে নষ্ট হচ্ছে মহাসড়কের সৌন্দর্য। স্থানীয় প্রশাসনের পাশাপাশি প্রভাবশালীদের ম্যানেজ করে বিভিন্ন মহল এসব কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের।
সড়ক ও জনপদ বিভাগ বলছে মহাসড়কে স্থাপিত বিলবোর্ডগুলোর কোন অনুমতি নেই। এসব অবৈধ বিলবোর্ড সরিয়ে নিতে গণবিজ্ঞপ্তি জারি করাসহ চলমান রয়েছে বিলবোর্ড অপসারনের কার্যক্রম-জানালেন এই কর্মকর্তা।
কিছু কিছু স্থানে মহাসড়কের উপরে কিংবা বৈদ্যুতিক লাইনের পাশেই বিলবোর্ড স্থাপনের কারণে ভয়াবহ দূর্ঘটনার আশংকা করছেন সাধারণ মানুষ। সড়কের পাশ থেকে এসব অবৈধ বিলবোর্ড দ্রুত অপসারণের দাবি তাদের।