ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ থেকে গাড়ি টানতে না পারায় ও ফেরিঘাট বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস।
বৃহস্পতিবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে লম্বা রাস্তা জুড়ে ৩৫ কিলোমিটার যানজট রয়েছে। জানা যায়, সিরাজগঞ্জের নলকা ব্রিজের এক লেনে কাজ চলমান রয়েছে। তাই ব্রিজ দিয়ে স্বাভাবিক গতিতে গাড়ি টানতে পারছে না। এছাড়াও পাটুরিয়া, দৌলতদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় পশ্চিমাঞ্চলের সব গাড়ি সেতু রোডে প্রবেশ করেছে। এতে বুধবার থেকেই সিরাজগঞ্জে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট আজ ভোর থেকে টাঙ্গাইল অংশে এসে পৌঁছায়। কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।