ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। এতে সেতু পূর্ব পাড় থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে।
সকাল থেকে সৃষ্ট এই যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জানা যায়, ঈদের আগে মহাসড়কে গাড়ির বাড়তি চাপ, সড়ক দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়াসহ চার লেনের কাজ চলমান থাকায় এই মহাসড়কে যানজট বাড়ছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত মহাসড়কে চার লেনের কাজ চলছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।