ঢাকা টেস্টে লড়ছে বাংলাদেশ ও শ্রীলংকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টে লড়ছে বাংলাদেশ ও শ্রীলংকা। মিরপুরে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ১১৮ রান।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই লঙ্কান বোলারদের তোপে পড়ে বাংলদেশ। শূন্য রানে ফিরে যান দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল। এরপর ৯ রান করে আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাঝঘরে ফেরেন মমিনুল হক। এ নিয়ে টানা ছয় ইনিংসে দশের নিচে সাজঘরে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। নাজমুল শান্তও ব্যর্থ এদিন। হতাশ করেছেন সাকিব আল হাসানও। তবে, ধংস্তুপের উপর দাঁড়িয়ে বিপর্যয় কাটিয়ে উঠার চেস্টার অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ড্র করেছে বাংলাদেশ ও শ্রীলংকা।