ঢাকা টেস্টে শ্রীলংকার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ

- আপডেট সময় : ০৬:১৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টে শ্রীলংকার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অল আউট হয় টাইগাররা। জয়ের জন্য লংকানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় শ্রীলংকা । এর আগে আগের দিনের ৪ উইকেটে ৩৪ রান নিয়ে পঞ্চম দিনে মাঠে নামে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৪ ও লিটন দাস ১ রান নিয়ে শুরু করে খেলা। দ্বিতীয় ইনিংসে ও বাংলাদেশের ভরসা ছিল মুশফিক- লিটন জুটি। তবে ২৩ রানে লঙ্কান পেসার কাসুন রাজিথার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। মুশফিক ফিরে গেল ষষ্ঠ উইকেটে লিটনকে সঙ্গে নিয়ে জুটি গড়েন সাকিব। অর্ধশতক তুলে নেন দুজনই। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই ভাঙ্গে দুজনের ১০৩ রানের জুটি। আউট হওয়ার আগে সাদা পোশাকে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন লিটন। এরপর ৫৮ রানে সাকিব ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর বাকিদের যাওয়া-আসায় ১৬৯ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।