ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোনো প্রকল্পের টাকা নয়ছয় হতে দেয়া যাবে না : তাপস
- আপডেট সময় : ০৭:২৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোনো প্রকল্পের টাকা নয়ছয় হতে দেয়া যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন, মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রতিটি প্রকল্পের অর্থ যেন দুর্নীতি-অপচয়ে শেষ না হয়ে শতভাগ সেই প্রকল্পের জন্যই ব্যয় হয় এবং অবশিষ্ট ফেরত দেয়া সম্ভব হয়– সেটা নিশ্চিত করতে কাউন্সিলরদের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন মেয়র।
সকালে নগর ভবনে, স্থানীয় সরকার বিভাগের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প- এলআইইউপিসি বিষয়ে অবহিতকরণ সভায় তিনি একথা বলেন। মেয়র আরো বলেন, সরকারের অনেক প্রকল্পের টাকা সেই প্রকল্পের জন্য পরিপূর্ণ খরচ না হলেও খরচ দেখানো হয়। প্রধানমন্ত্রী এ নিয়ে প্রায়ই ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকল্পের অর্থ উইপোকায় খেয়ে যাচ্ছে। তাপস বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের কোনো প্রকল্পের টাকা উইপোকায় খেতে পারবে না। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শহরের পিছিয়ে পড়া দরিদ্র মানুষকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। আগামীতে নগরে বসবাসরত দারিদ্র্যের হার ১০ শতাংশের নিচে নামিয়ে আনার ঘোষণা দেন, মেয়র তাপস।